যুগসন্ধিক্ষণের কবি ও সাংবাদিক শ্রী ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিরল বহুমুখী প্রতিভা কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) । একদিকে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদপত্রের সম্পাদক ও অন্যদিকে কবি-সাহিত্যিক — এই সমণ্বয় শুধু সেকালে কেন একালেও বিরল। তিনি ‘ গুপ্তকবি ’ নামেও সমধিক পরিচিত। ” ভ্রমণকারী বন্ধু ” ছদ্মনামেও সাহিত্যাঙ্গনে বিচরণ করেছেন তিনি। ঈশ্বর গুপ্ত সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মন্তব্যটি মূল্যবান : “ যাহা আছে , ঈশ্বর গুপ্ত তাহার কবি “ । তিনি এই বাঙ্গালী সমাজের কবি । তিনি কলিকাতা শহরের কবি । তিনি বাঙ্গলার গ্রাম্য দেশের কবি । সম্ভবতঃ সেইজন্য বঙ্কিমচন্দ্র তাঁর প্রথম জীবনের কবিতাচর্চায় ঈশ্বর গুপ্তের অনুসরণ করেছিলেন । তাঁর "বোধেন্দুবিকাশ" নাটকের গান স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন তাঁর "জীবন স্মৃতি" আত্মজীবনী গ্রন্থে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্ত কে ' গুরু ' পদে বরণ করেন । মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের সূচনা ...